শনিবার, ২৫ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

শরিফুলের বাজিমাত

ভয়েস বাংলা প্রতিবেদক / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

হারলেই প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জার রেকর্ড গড়বে বাংলাদেশ। এমন ম্যাচে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা।
শুরুতেই ধাক্কা খায় আফগান দল। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন বাঁ হাতি পেসার শরীফুল। তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে। এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দেন এ বাঁ হাতি এই পেসার। তিনি একাই তুলে নেন চারটি উইকেট।
শরীফুলের পর আফগানিস্তানের দলীয় ১৪ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানুল্লাহকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। হাশমতউল্লাহ শহীদিকে ২২ রানে সাজঘরে ফেরত পাঠান তাইজুল ইসলাম। মোহাম্মদ নবীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন শরিফুল ইসলাম। নাজিবুল্লা জাদরান উইকেট হারান ১০ রানে। তিনি সাকিবের শিকার হন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুল রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর