সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচন

ভয়েস বাংলা প্রতিবেদক / ৬৬৩ বার
আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

শুরুতে নিষ্প্রাণ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে জমে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। যা অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর বিসিবি কার্যালয়ে। এই নির্বাচনের মাধ্যমেই আগামী চার বছরের জন্য পরিচালনা পর্ষদ গঠন করা হবে। করোনার কারণে অনেক কাউন্সিলরই সরাসরি ভোট দিতে আগ্রহী হচ্ছেন না। সবমিলিয়ে ৬৬ জন  পোস্টাল ব্যালট এবং ৮ জন ই-ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন ৫৭ কাউন্সিলরকে সেই সুযোগটা দিয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, পরিচালক ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক আসবেন। ২৩ পরিচালক নির্বাচনের জন্য ১৭১ কাউন্সিলর তিন ক্যাটাগরিতে নির্বাচনে ভোট দেবেন। প্রথম ক্যাটাগরি আঞ্চলিক জেলা ও ক্রীড়া সংস্থার। কাউন্সিলর আছেন ৭১ জন। দ্বিতীয় ক্যাটাগরি ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি। তাদের কাউন্সিলর আছেন ৫৭ জন। তৃতীয় ক্যাটাগরি থেকে কাউন্সিলর রয়েছেন ৪৩ জন।

১৭১ কাউন্সিলর পোস্টাল ব্যালট পূরণ করে রেজিস্টার্ড করে ডাকে পাঠাবেন এবং সেটা অবশ্যই নির্বাচনের দিন ভোট গণনা শুরুর আগে এসে কমিশনের হাতে পৌঁছাতে হবে। এছাড়া ই-ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন কাউন্সিলররা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রিটার্নিং অফিসার আলি রেজা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের কাছে কেউ কেউ পোস্টাল ব্যালট চেয়েছেন। পোস্টাল ব্যালট ক্যাটাগরি-১ থেকে ৬ জন, ক্যাটাগরি-২ থেকে আবেদন করেছে ৩২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ২০ জন আবেদন করেছে।’

তবে আবেদনকারী সবাই পোস্টাল ব্যালট পাচ্ছেন না। যারা পাচ্ছেন তারা হচ্ছেন- ক্যাটাগরি-১ থেকে ৪ জন, ক্যাটাগরি-২ থেকে ২৭ এবং ক্যাটাগরি-৩ থেকে ১৮। এ বিষয়ে আলী রেজা বলেছেন, ‘আমরা যাচাই বাছাই করে যেটি পেয়েছি সেটি হল ৬ জনের (ক্যাটাগরি ১) ভেতর দুই জনের প্রয়োজন নেই। ক্যাটাগরি-২ এ পাঁচজন রিজেক্টেড হয়েছেন। তারা যেভাবে আবেদন করেছে, সই-স্বাক্ষর মেলেনি। ক্যাটাগরি-৩ থেকে ২০ জনের ভেতর আমরা দু’জনকে রিজেক্ট করেছি। রিজেক্টের মানে এই না যে তারা ভোট দিতে পারবে না। তারা পোস্টাল ব্যালটে পারবে না, সশরীরে ভোট দিতে হবে।’

শুধু তাই নয় ই-ব্যালটের জন্য ক্যাটাগরি-২ থেকে ৪ জন আবেদন করেছে, ক্যাটাগরি-৩ থেকে ৪ জন আবেদন করেছে। নির্বাচন কমিশন ই-ভোটের জন্য সবাইকে মনোনীত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর