শনিবার, ২৫ মে ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

পর্যাপ্ত মজুত আছে, দেশে খাদ্য সংকট হবে না : কৃষিমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ৩৮ বার
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশে খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত খাদ্য মজুত আছে। আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টি বিষয়ে মন্ত্রী বলেন, আমনে উৎপাদন খরচ কম। তাই আমন ধানের ২৮ টাকা দর দেওয়া আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।

বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । কৃষিমন্ত্রী বলেন, এ জেলার কৃষকরাই মুক্তিযুদ্ধের সময় প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছিল। তাই পদ্মা-মেঘনা-যমুনা যত দিন থাকবে, যত দিন বাংলাদেশের নাম মানচিত্রে থাকবে, তত দিন মেহেরপুরের নাম মানচিত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

মন্ত্রী বলেন,বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদের আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এ দেশকে স্বাধীন করেছি। ফলে কারো কাছে মাথা নত করা বা দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেবো না। তিনি বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬ এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপাররা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। বিএনপি যতই গলাবাজি করুক, আগামী  নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর