শনিবার, ২৫ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন সাফজয়ী কোচ

ভয়েস বাংলা রিপোর্ট / ১৪ বার
আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

৩০ মে জাতীয় নারী ফুটবল দলের কোচ থেকে পদত্যাগ করার কথা ছিল গোলাম রব্বানী ছোটনের। দেরি করলেন না যদিও। তার আগেই সাবিনা-সানজিদাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দেশের অন্যতম সেরা এই কোচ। আগের দিন (রবিবার) কুল বিএসপিএ অনুষ্ঠান শেষে রাতেই বাফুফে সাধারণ সম্পাদক ও নারী উইং কমিটির চেয়ারম্যানের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আর দেরি করার প্রয়োজনবোধ করিনি। বিএসপিএ’র অনুষ্ঠান শেষে রাতেই সংশ্লিষ্টদের কাছে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আসলে আমি আর থাকতে চাইছি না। অনেক দিন তো হলো।’

২০০৬ সাল থেকে বাফুফের সঙ্গে সম্পৃক্ত ছোটন। নারী দলের সাফল্যময় অগ্রযাত্রা তার হাত ধরেই। সাফের বয়সভিত্তিক ট্রফি ছাড়া বাংলাদেশ মূল আসরও জিতেছে তার কোচিংয়ে। ছোটন বলেছেন, ‘এখন আমি বিশ্রাম নেবো। টানা কাজ করে ক্লান্ত। পদত্যাগপত্রে সেটা উল্লেখ করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর