সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

ঈদের ছুটিতে এবার কমপক্ষে ১০ লাখ মানুষ বিদেশ গেলেন

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

গত দুই বছরে কোথাও যাওয়া যায়নি। এবার ঈদুল ফিতরে ছুটি মিলেছিল লম্বা। করোনার বিধিনিষেধও নেই। তাই এবার যে অনেকে বিদেশে বেড়াতে যাবেন তা ছিল জানা কথা। বাংলাদেশে পর্যটকের সঠিক পরিসংখ্যান না থাকলেও এ খাতের সংশ্লিষ্টরা বলছেন এবার দেশের বাইরে বেড়াতে গেছেন কমপক্ষে ১০ লাখ মানুষ।

এর মধ্যে ভারতেই বেশি পর্যটক গেছেন উল্লেখ করে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের দেশে তো ঘোরাঘুরি হয়ই, একটু লম্বা ছুটি পেলে বিদেশও যান অনেকে। এখন আর শুধু ধনীরা নয়, সকল শ্রেণির মানুষই বিদেশ ভ্রমণ করছেন। তিনি বলেন, বাইরে বেড়ানোর জন্য পরিকল্পনা করে টাকা জমান অনেকে। আবার ঈদের বোনাস তো থাকেই।

পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে থেকে বেশিরভাগ পর্যটক আশেপাশের দেশেই বেড়াতে যান বেশি। খরচ কম হওয়ায় পছন্দের তালিকায় প্রথমেই আছে ভারত। এরপর নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, তুরস্ক। ঈদের আগে বাংলাদেশের ভারতীয় দূতাবাসে ভিসা আবেদনকারীদের ভিড় ছিল অনেক। প্রায় ৫ লাখ বাংলাদেশি ভারতের ভিসা নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পর্যটন খাতের ব্যবসায়ী বলছেন, স্থলপথে ভারতে যাওয়া যায়। ভিসা পাওয়াও সহজ। এ কারণে ভারতগামী পর্যটক বেশি। তবে ঈদকে ঘিরে এবার ফ্লাইট বাড়েনি। ফলে বিদেশগামী পর্যটকের সংখ্যা অস্বাভাবিক রকম বেড়ে যাওয়ার সুযোগ নেই।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সাবেক পরিচালক মো. তসলিম আমিন শোভন বলেন, ভারতে স্থলপথে প্রচুর মানুষ যায়। কিন্তু অন্য গন্তব্যে স্থলপথে যাওয়ার সুযোগ নেই। ভারত ও নেপালে পরিবার নিয়ে গ্রুপ ট্যুর বেশি হয়।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল লিমিটেড (পিএটিএ) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বলেন, কত জন বিদেশে যাচ্ছেন কিংবা কী পরিমাণ পর্যটক দেশে ভ্রমণ করেন তার হিসাব দেশে নেই। পর্যটন নিয়ে পরিসংখ্যান জরুরি।

আউটবাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরুল হোসেন ইমন বলেন, আমাদের দেশে বেড়ানোর অনেক জায়াগা আছে। তবে সব জায়গা এখনও পর্যটকবান্ধব হয়ে ওঠেনি। এ কারণেও মানুষ বিদেশিমুখী। তিনি বলেন, নিজের দেশে ভ্রমণের পাশাপাশি বিদেশ ভ্রমণের আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। এ বছর ঈদে পর্যটকদের ভ্রমণে পর্যটনে প্রাণও ফিরছে। তবে করোনার কারণে দুই বছরে যে ক্ষতি হয়েছে, তাতে এ খাতের ঘুরে দাঁড়াতে সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর