রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমের কাজ রাজনীতি করা না। কিন্তু আমরা অনেক সময় দেখি, গণমাধ্যম ছোট বিষয়কে বড় করে দেখায়, অথচ গুরুত্বপূর্ণ বিষয়কে দেখানো হয় না। দেখা যায়, সরকারের অর্জন তৃতীয় পাতায় স্থান পায়, আর ভুল প্রথম পাতায়। সরকারের ভুল ও সমস্যার পাশাপাশি দেশ যে এগিয়ে যাচ্ছে, সেটিও জনগণকে জানাতে হবে গণমাধ্যমকে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দৈনিক নতুন আশা পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ রওশন আরা মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহসান আদেলুর রহমান এমপি, পারভীন হক সিকদার এমপি, ফিরোজ আলম মিলন প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, ‘মানুষকে আশাবাদী রাখতে হবে। জাতি হতাশ হলে চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবে না। গণমাধ্যমে সঠিকভাবে তথ্য পরিবেশিত না হলে, মানুষ বিভ্রান্ত হয়। প্রাইভেট টেলিভিশনের যাত্রা শুরু হয়েছে ১৯৯৬ সালে শেখ হাসিনার প্রথম শাসনামলে। দেশে এখন অনুমোদিত ৪৪টি টিভি চ্যানেলের মধ্যে ৩২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল চালু রয়েছে।

জনগণের অগ্রগতি ও রাষ্ট্রের অগ্রগতি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি অনুরোধ জানাবো, জাতির অর্জন যেন গণমাধ্যমে উঠে আসে। নারী ফুটবলাররা চ্যাম্পিয়ন হয়েছে। তাদের প্রত্যেকটা ফুটবলার বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট থেকে উঠে এসেছে। তারাও বলেছে, তারা বঙ্গমাতা ফুটবল খেলে এসেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ ছিল, সেখান থেকে বাংলাদেশ আজ এ অবস্থানে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা রয়েছে। তাই গণমাধ্যমের বিকাশে যা কিছু করা দরকার, সরকার সেটি করছে। সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। যেখান থেকে সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। অসচ্ছল সাংবাদিকদের সন্তানদের শিক্ষার জন্য সহায়তা করার ব্যবস্থা করতেছি। করোনাকালে উপমহাদেশের কোথাও সাংবাদিকদের মৃত্যু ছাড়া সহায়তা করা হয়নি। আমরা আমাদের সাংবাদিকদের সহায়তা করেছি, যা এখনও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর