রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

ভারতের পরবর্তী সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে

ভয়েসবাংলা প্রতিবেদক / ৬০ বার
আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ভারতের সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। ১ মে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কর্পস থেকে প্রথম কর্মকর্তা হিসেবে মনোজ পাণ্ডে সেনাপ্রধান হলেন। তিনি স্থলাভিষিক্ত হবেন জেনারেল মুকুন্দ নারাভানের। ৩০ এপ্রিল তার ২৮ মাস দায়িত্ব পালন শেষ হবে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পরবর্তী সেনাপ্রধান হিসেবে লে. জেনারেল মনোজ পাণ্ডেকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির একজন অ্যালামনাই মনোজ পান্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পস-এর কমিশনপ্রাপ্ত হন।

জম্মু-কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় পাল্লানওয়ালা সেক্টরে ‘অপারেশন পরাক্রম’-এ ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দেন মনোজ পাণ্ডে। ওই অভিযানে বড় আকারে সেনা ও অস্ত্র মোতায়েন করা হয় পশ্চিমাঞ্চলীয় সীমান্তে। ২০০১ সালে পার্লামেন্টে সন্ত্রাসী হামলার পর যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ছিল ভারত ও পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর