শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২০ অপরাহ্ন

২৮ নাবিক রোমানিয়া পৌঁছেছেন: পররাষ্ট্রমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭১ বার
আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র উদ্ধারকৃত ২৮ জন নাবিক এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন। শনিবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

পাঁচ বাংলাদেশিকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে আটকে রেখেছে ইউক্রেন সরকার—এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি। তারা বক্তব্য দিয়েছেন ইউক্রেন সরকার তাদের জোর করে রেখে দিয়েছে মানবঢাল হিসেবে। এ তথ্য আমরা যাচাই-বাছাই করছি। তিনি বলেন, অনেকে বলেছিল সীমান্তে বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে। এটা জানার আমরা সীমান্তে কয়েকজন অফিসার পাঠিয়েছি। এখন পর্যন্ত আমি বলতে পারি যে প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

ভারত সরকার তাদের নাগরিকদের উদ্ধারের জন্য চেষ্টা করছে এবং তাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি। তারা আমাদের সহায়তা করছে। বাংলার সমৃদ্ধি জাহাজে আগুন প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর