রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

২৭ বাংলাদেশি আটকা পড়েছেন আফগানিস্তানে

রিপোর্টার / ১৪৬ বার
আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশ্বের অনেক দেশ সেখানে আটকে পড়া নাগরিকদেরর নিরাপদে সরিয়ে নিচ্ছে। অন্য অনেক দেশের মতো দেশটিতে আটকা পড়েছেন ২৭ জন বাংলাদেশি।

আফগানিস্তানের সবচেয়ে বড় মোবাইল ফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলী এখন কাবুলে আটকা পড়েছেন। সব মিলিয়ে তিনটি শহরে অন্তত ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, আটকে পড়াদের মধ্যে কাবুলে আছেন ১৮ জন। ওই ১৮ জনের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ৭ প্রকৌশলী, ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ কর্মকর্তা, জার্মানির একটি প্রতিষ্ঠানের ২ কর্মকর্তা, আফগান সুয়ারেজে কর্মরত ২ জন ও কারাগার থেকে বেরিয়ে যাওয়া ১ বাংলাদেশি রয়েছেন।

এছাড়া পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে রয়েছেন তাবলিগ জামাতের ছয়জন কর্মী এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুই বাংলাদেশি তালেবান ক্ষমতা দখলের পর কারাগার থেকে বেরিয়ে পড়েন।

মোমেন বলেন, আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে। আটকে পড়া বাংলাদেশিরা উজবেকিস্তান হয়ে দেশে ফিরতে চাইলে ভিসা জটিলতায় পড়বেন না। দেশটি ট্রানজিট ভিসার নিশ্চয়তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর