রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

২৫ মে মস্কোয় বৈঠক পুতিনের ডাকে আলোচনায় রাজি আর্মেনিয়া-আজারবাইজান

ভয়েস বাংলা রিপোর্ট / ১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

ঐতিহাসিক দ্বন্দ্ব ভুলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। আগামী ২৫ মে রাশিয়ার মস্কোতে হবে বৈঠক।

আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান।

ককেশাস অঞ্চলের প্রতিবেশী দেশ দুটির সংঘাতের ইতিহাস পুরনো। বিতর্কিত অঞ্চল নিয়ে দেশ দুটির মধ্যে ইতোমধ্যে দুটি যুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, প্রায়শই সীমান্তে মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পরে তারা।

কয়েক দশক ধরে আঞ্চলিক সংঘাতে লিপ্ত আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি করাতে চেষ্টা চালিয়ে আসছিল ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। তবে তাদের এই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে পাশিনিয়ান বলেন, ‘আমরা ২৫মে রুশ প্রেসিডেন্টের মধ্যস্থতায় সর্বোচ্চ পর্যায়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক করবো। এই প্রস্তাবটি আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। আমরা তা গ্রহণ করেছি’।

সূত্র: আল জাজিরা 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর