শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬৪ বার
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৬১৪ জন। গতকাল শনাক্ত ছিল ৬০১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৪৫ জন এবং শনাক্ত ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৩২  হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৭৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ। মৃত্যুবরণকারী ৩ জন পুরুষ ও ২ জন নারী। তাদের মধ্যে ২ জন ঢাকায়, ১ জন চট্টগ্রামে ও ১ জন ময়মনসিংহে অবস্থান করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর