শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

২১ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে: মন্ত্রিপরিষদ সচিব

রিপোর্টার / ১৩৪ বার
আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ সরকারের ক্রয় সংক্রান্ত আন্তমন্ত্রণালয় কমিটির সভায় ছয় কোটি ডোজ টিকা ক্রয়ের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ সচিব কমিটির সভায় জানিয়েছে, কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস প্রতিষেধক ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

বুধবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠক শেষে বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সচিব জানান, স্বাস্থ্যসেবা বিভাগ সচিব কমিটির সভায় জানিয়েছে, কোভ্যাক্সসহ বিভিন্ন উৎস থেকে করোনাভাইরাস প্রতিষেধক ২১ কোটি চার লাখ ডোজের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এরইমধ্যে তিন কোটি ১০ লাখ ডোজ টিকা আমরা ক্রয় করেছি। দেশের মানুষকে দুই কোটি পাঁচ লাখ ডোজ টিকা দেওয়া হয়ে গেছে। এখন এক কোটি চার লাখ হাতে আছে। ধাপে ধাপে সেগুলো দেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সভায় স্বাস্থ্যসেবা ও করোনা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর