শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

২০৩০ সালের ফিফার বিশ্বকাপ যৌথ অংশীদার হতে চায় আর্জেন্টিনা

ভয়েস বাংলা রিপোর্ট / ৭৮ বার
আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

২০৩০ সালে ফিফার ২৪তম বিশ্বকাপ আয়োজনের যৌথ অংশীদার হতে চায় লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই গুঞ্জনটাই এবার সত্যি হলো। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের আসরটি যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিশ্বকাপের শতবর্ষী আসর ২০৩০ সালের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে সেই ২০১৭ সাল থেকে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছিল। এরপর এই তালিকায় যুক্ত হয় চিলি ও প্যারাগুয়ে।

বিশ্বকাপের প্রথম আসর ১৯৩০ সালে বসেছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি দক্ষিণ আমেরিকার মাটিতেই আয়োজন করতে চায় ওই চার দেশ। এর আগে ১৯৬২ সালে চিলি ও ১৯৭৮ সালে আর্জেন্টিনায় বিশ্ব আসরটি আয়োজন করা হয়েছিল৷ তবে প্যারাগুয়ে কখনও বৈশ্বিক আসর আয়োজন করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর