রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

১৯৭১ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়: রাজনাথ সিং

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়কে বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়। সাধারণ মানুষের ওপর নৃশংসতার বিরুদ্ধে লড়াই করে মানবতার প্রতি প্রতিশ্রুতি দেখিয়েছে ভারত। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজনাথ সিং।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উদযাপনে ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে ‘সোনালি বিজয় পর্ব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরদের স্মরণ করেন। তিনি স্মরণ করেন জেনারেল (পরে ফিল্ড মার্শাল) স্যাম মানেকশ, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা (তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, ইস্টার্ন কমান্ড), লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব এবং এয়ার মার্শাল ইদ্রিস হাসান লতিফ প্রমুখ।

রাজনাথ সিং বলেন, এই বীরদের মধ্যে হিন্দু, মুসলমান, পার্সি, শিখ এবং ইহুদি অন্তর্ভুক্ত ছিলেন। এটি সমস্ত ধর্মকে সমান দেওয়ার প্রতি ভারতের দৃঢ় বিশ্বাসের প্রমাণ। এই সমস্ত সাহসী সৈন্যরা বিভিন্ন রাজ্যের ছিলেণ, তবে ভারতীয়ত্বের অনুভূতি তাদের এক হিসেবে তৈরি করেছিল। অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত প্রধান যুদ্ধ এলাকার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত মাটি মিশ্রিত করেন রাজনাথ সিং। তিনি একে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর প্রতীক হিসেবে বর্ণনা করেন। সংগৃহীত এই মাটি মুক্তিযুদ্ধ বিজয়ের জন্য একটি প্রস্তাবিত স্মৃতিসৌধ নির্মাণে ব্যবহার করা হবে।

রাজনাথ সিং ‘দ্য ১৯৭১ ওয়ার: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি’ নামে একটি বইও উদ্বোধন করেন। বইটি ছয়টি অধ্যায়ে সংকলিত হয়েছে। এতে যুদ্ধের প্রবীণ সৈনিকদের অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটিতে ৪ জন পরম বীরচক্র, ৭৬ জন মহাবীরচক্র এবং অন্যান্য পুরস্কার বিজয়ীদের বীরত্বের কাহিনী এবং মুক্তিযুদ্ধের উপাখ্যান রয়েছে।

অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, প্রতিরক্ষা সচিব ড. অজয় কুমার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তা, প্রবীণদের পরিবার এবং বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর