বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

১৫ আগস্ট জঙ্গি হামলার হুমকি নেই: ডিএমপি কমিশনার

ভয়েস বাংলা প্রতিবেদক / ৬ বার
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সবসময়ই থাকে। এ হুমকির বিষয়টির ওপর ভিত্তি করেই আমাদের এ বিশেষ অভিযান চলছে। তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযানটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। তবে এই অভিযানে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো জানা যায়নি
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার আদেশ দেন ডিএমপি কমিশনার। ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় হোটেল-মেসে ব্লক রেইড চলবে। ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর