রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

১৩ ডিসেম্বর পরীমণির নারাজি বিষয়ে আদেশ

আদালত প্রতিবেদক / ২১০ বার
আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) বিষয়ে আদেশ আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১ ডিসেম্বর) বিকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে বাদী নারাজি দিয়েছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ এবং নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান।

নারাজির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্ধ হয়ে নারাজির আবেদন করেছেন। এদিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমণি।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর