রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

হাটে উঠেছে ভারতীয় গরু, প্রভাব পডেনি বাজারে

ভয়েস বাংলা প্রতিবেদক / ৮ বার
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী পশুর হাটে উঠেছে ভারতীয় গরু। তবে বাজারে এর কোনো প্রভাব পডেনি। এমনকি কমেনি গরুর দামও। সোমবার (২৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত গাবতলী পশুর হাটে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, শনিবার থেকেই ভারতীয় হাটে এসেছে। এসব গুরুর দাম ২ লাখ থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত হাকা হচ্ছে।
গাবতলী পশুর হাটের ব্যবস্থাপক আবুল হাসেম বলেন, আইনশৃঙ্খলা ও গরু বিক্রিসহ মোটামুটি সব কিছু ভালো আছে। গতকাল রাতে হাটে বিক্রি ভালো ছিল। আজ সারাদিন একটু কম বিক্রি হয়েছে। আশা করছি সন্ধ্যার দিক থেকে হাটে বিক্রি আবার বাড়বে। হাটে ভারতীয় গরু উঠার বিষয়ে তিনি বলেন, ভারতীয় গরু ঢুকেনি। বর্ডার অঞ্চলে একটি-দুইটি করে ভারত থেকে আসা গরুগুলো লালন পালন করে ব্যাপারীরা হাটে নিয়ে এসেছে। আগে যেমন গাড়িতে গাড়িতে ভারতীয় গরু আসতো সেই গরু আসা বন্ধ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর