রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন

স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়; তথ্যমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ১৬ বার
আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

তথ্য ও সম্পচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিছু পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ের মন্ত্রীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতারা।
তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ব্লুমবার্গ রিপোর্ট প্রকাশ করেছে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন। ভারতে বিবিসি কার্যালয়ে অভিযান চালালেও বড় দেশ বিধায় বিদেশিরা তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি। আমাদেরও খাটো করার দিন শেষ।

তথ্য ও সম্পচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রয়োজনে কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেওয়া হবে ৷ বিদেশিদের কাছে প্রতিনিয়িত বিরোধী দল অভিযোগ করে দেশবিরোধী কাজ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর