রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

স্পিকারের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভয়েস বাংলা প্রতিবেদক / ১১৭ বার
আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, কোভিড-১৯ পরিস্থিতির উত্তরণ, আসন্ন প্রি-কপ সম্মেলন প্রভৃতি নিয়ে আলোচনা করেন। আজ সোমবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্পিকার বলেন, সারা দেশের মানুষকে কোভিড-১৯ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসে কোভিড-১৯ পরিস্থিতি উত্তরণ করেছে সরকার। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনযিয়াতা বাংলাদেশের সাথে সুদৃঢ় কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপসমূহ অতুলনীয়। এসময় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শেখ হাসিনার সাহসী পদক্ষেপসমূহের প্রশংসা করেন রাষ্ট্রদূত।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে সার্বিক মানব উন্নয়নে ৬ দফা প্রস্তাব তুলে ধরেছেন যা অত্যন্ত সময়োপযোগী। ইতালির রোমে অনুষ্ঠিতব্য আসন্ন প্রি-কপ সম্মেলনে সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন স্পিকার।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ইতালির ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর