রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ সালমান

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৫৪ বার
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) সৌদির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রাজকীয় ডিক্রি জারি করেছেন তিনি। খবর সৌদি গেজেটের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজকীয় ডিক্রিতে যুবরাজের নেতৃত্বে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে। বাদশাহ সালমান তার আরেক সন্তান প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন। আর ইউসুফ বিন আবদুল্লাহ আল-বেনিয়ানকে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। যদিও এ সংক্রান্ত বিস্তারিত জানায়নি রিয়াদ।

মোহাম্মদ বিন সালমানের জন্ম ১৯৮৫ সালের ৩১শে আগস্ট। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ বিন সুলতানের সন্তান মোহাম্মদ বিন সালমান। সিংহাসন বসা থেকে একধাপ দূরে আছেন তিনি। সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য প্রকাশিত তার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। ইতোমধ্যে এর বেশ কিছু বাস্তবে রূপ দিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর