রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

সেরা ফিচার সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

ভয়েস বাংলা রিপোর্ট / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ৯৫তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে এতে।

যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে সিনেমাটিতে। সিনেমা জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু এ আয়োজন। ২৩টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়। জিমি কিমেল এবারের অস্কার সঞ্চালনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর