রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

সিলেটে ৪.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

ভয়েস বাংলা রিপোর্ট / ২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

দেশের সিলেটসহ বেশকিছু এলাকা ৪.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে এ ভূমিকম্প সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক থেকে ১১ কিলোমিটার দূরে। মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, কম্পনটি ভূপৃষ্ঠ থেকে ৬৪.৮ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। এর আগে গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে তুরস্ক ও সিযরয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ১২ ঘণ্টা পর তুরস্কে ফের ৭.৫-মাত্রার আরও একটি ভূমিকম্প হয়।
ভূমিকম্পে দুই দেশে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে তুরস্কের ৩৬ হাজার ১৮৭ জন এবং সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জন। উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে দেশ দুটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর