রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

সিটি নির্বাচনের সঙ্গে জাহাঙ্গীরকে তলবের সম্পর্ক নেই: দুদক সচিব

ভয়েস বাংলা রিপোর্ট / ৯ বার
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তলবের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার (১৭ মে) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মো. মাহবুব হোসেন জানান, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আলমের বিষয়ে ২০২০ সালের একটি অভিযোগ ও ২০২২ সালের আরেকটি অভিযোগ নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়। অভিযোগসংশ্লিষ্ট বিষয়ে এরইমধ্যে অনেকের বক্তব্য নেয়া হয়েছে। অনেক কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে। অনুসন্ধানের শেষপর্যায়ে তার (জাহাঙ্গীর আলম) বক্তব্য প্রয়োজন। এ কারণেই তাকে তলব করা হয়েছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

দুদকের প্রধান কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ, ভুয়া অ্যাকাউন্টে লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এক নোটিশে আগামী ২১ ও ২২ মে দুদক প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর