শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন

দেশের ৪১টি হলে প্রতিদিন পাঠানের ১৯৮ শো

ভয়েস বাংলা রিপোর্ট / ১৩ বার
আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩

অপেক্ষার অবসান। অনেক ঝড়-ঝঞ্জা পেরিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘পাঠান’। যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দেশের ৪১ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। মুক্তির আগে থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।
সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া হিন্দি সিনেমা আমদানি। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, মধুমিতা, লায়ন, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে পাঠানের পোস্টার সাটানো হয়েছে।

‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, সিনেমাটি সারাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে। থাকছে ই-টিকিটিং ও বক্স অফিস। এরমধ্যে কয়েকটি শোর অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে।
১০ মে মামুন তার ফেসবুকে এক সপ্তাহের হল তালিকার একটি ছবি প্রকাশ করেন। এর ক্যাপশনে লেখেন, ৪১ সিনেমা হল, ১৯৬ থেকে বেড়ে এখন ২০৬ শো সারা বাংলাদেশে। প্রথম সপ্তাহে যেসব হলে ছবিটি মুক্তি পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি কমপ্লেক্স, সনি স্কয়ার, সীমান্ত সম্ভার, এস কে এস টাওয়ার, বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ম), রাজধানীর মধুমিতা, শ্যামলী সিনেপ্লেক্স, আনন্দ, ব্লøকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), চিত্রামহল, লায়নস সিনেমাস (কেরানীগঞ্জ), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি উত্তরা), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মুভি থিয়েটার গ্র্যান্ড সিলেট, বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), হাইটেক পার্ক সিনেপ্লেক্স (রাজশাহী), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), চন্দ্রিমা (সাভার), দর্শন (ভৈরব), নিউমেট্র (নারায়ণগঞ্জ), সেনা অডিটরিয়াম (সাভার), রাজ (কুলিয়ারচর), নন্দিতা (সিলেট), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (সান্তাহর), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), মনিহার (যশোর), উল্কা (গাজীপুর), রাজতীলক (রাজশাহী), রূপকথা (পাবনা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সুগন্ধা (চট্টগ্রাম), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), মম ইন (বগুড়া)।
শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি বিশ্বব্যাপী চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায়। যশ রাজ ফিল্মস প্রযোজিত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন বলিউড ভাইজান সালমান খান।

পাঠানের আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, পাঠান সিনেমাটি সারাদেশের ৪১টি হলে প্রতিদিন ১৯৮টি শো চলবে। মুক্তির দিন ও দ্বিতীয় দিনের টিকিট শেষের পথে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ই-টিকেটিং ও বক্স অফিস থাকায় সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। অগ্রিম টিকিট বিক্রির পর থেকে ভালো সাড়া ফেলেছে। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের পাঠান মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমা মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর