রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

সাংবাদিক শিরীন হত্যার তদন্ত করবে না ইসরায়েল: আল জাজিরা

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৬৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যার তদন্তের কোনও পরিকল্পনা নেই ইসরায়েলি সেনাবাহিনীর। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এখবর জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত শাখা মনে করছে এই ঘটনা তদন্তে ইসরায়েলি সেনাদের সন্দেহভাজন বিবেচনা করা হবে। যা ইসরায়েলি সমাজে বিরোধিতার জন্ম দিতে পারে। ইসরায়েলের আরেকটি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টও বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার ৫১ বছর বয়সী শিরীন আবু আকলেহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের দাবি, ফিলিস্তিনের পশ্চিমতীরে দখলকৃত জেনিন শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের খবর সংগ্রহের সময় ইসরায়েলের এক সেনার গুলিতে তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় শিরীনের পরিবার জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী যে এই হত্যাকাণ্ডের তদন্ত করবে না এতে অবাক হওয়ার কিছু নেই। এক বিবৃতিতে পরিবার জানায়, ইসরায়েলের কাছ থেকে এমনটাই আমরা প্রত্যাশা করছিলাম। এজন্য আমরা চাই না তারা তদন্তে অংশগ্রহণ করুক। এই ঘটনায় যারা জড়িত তাদের জবাবদিহি চাই আমরা। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে উপযুক্ত ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

প্রবীন সাংবাদিক শিরীন পূর্ব জেরুজালেমে বাস করতেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিহতের পরিবারকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ শুরুতে দাবি করেছিল, শিরীনের হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনি যোদ্ধারা দায়ী। পরে এই অবস্থান থেকে সরে আসে তারা এবং জানায় তারা হত্যাকাণ্ডের তদন্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর