শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

সচিবালয়ে বেশিরভাগ দফতর ও বিভাগে ভুতুড়ে পরিবেশ

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৩ বার
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (০২ জুলাই) থেকে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক বিমাসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান। এবার ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন মঙ্গলবার) বাড়িয়ে চার দিন করা হয়। সেই ছুটি শেষ হয়েছে গতকাল (শনিবার)।
সপ্তাহের প্রথম দিন রবিবার থেকে (০২ জুলাই) যথারীতি খুলেছে সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। কিন্তু বেশিরভাগ দফতর ও বিভাগে গেট খোলেনি, বাতি জ্বালানো হয়নি। তাই সেসব বিভাগে বা দফতরে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। সরেজমিন ঘুরে সচিবালয়ের এমন পরিবেশ দেখা গেছে রবিবার বেলা ১২টার দিকে।
এদিন সকাল ১০টার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সরেজমিন দেখা গেছে, অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের লাইট বন্ধ, কলাপসিবল গেটে তালা। যে কয়টি দফতর খুলেছে সেখানে উপস্থিতির হার খুবই কম। যারা ঈদের ছুটি শেষে প্রথম দিন অফিস করতে এসেছেন তারা জানিয়েছেন, অনেকেই ছুটি নিয়ে বাড়ি গেছেন। অনেকে মুখে অনুমতি নিয়ে গেছেন। আবার অনেকে ছুটি বা অনুমতি নেননি। তারা হয়তো সরাসরি বাড়ি থেকে দিনের এক ফাঁকে অফিসে আসবেন। সই করে নিশ্চিত করবেন তার প্রথম দিনের উপস্থিতি। রাজধানীর আশপাশের জেলায় যাদের বাড়ি, তারাই সাধারণত এ কাজটি করবেন বলে জানান তারা।
মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে ঘুরে দেখা গেছে এ বিভাগের অধিকাংশ দফতর খোলা রয়েছে। তবে উপস্থিতির হার খুবই কম। জেলা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত মাঠ প্রশাসন অধিশাখায় কাজ করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ অপরাপর কর্মকর্তারা কাজ করছেন নিজ নিজ দফতরে। এদের মধ্যে অনেকে ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বটিও সেরেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা গেছে, প্রতিমন্ত্রীর দফতর, সচিবের দফতর খোলা রয়েছে। প্রয়োজনীয় কাজ করছেন উপস্থিত কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দফতর খোলা থাকলেও জরুরি প্রয়োজনে সীমিত জনবল রাখা হয়েছে এখানে।
সরকারের প্রচারযন্ত্র হিসবে তথ্য অধিদফতর কার্যক্রম চালু রয়েছে। তথ্য অধিদফতরের নিউজ রুম সারা বছরই খোলা থাকে। এখানে ঈদের দিনও পিআইডির নিউজ রুমে রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন। এখনও করছেন সেভাবে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ অফিস করছেন। তার দফতরের কর্মকর্তা-কর্মচারীরাও কাজ করছেন। সচিবালয় ক্লিনিক খোলা রয়েছে। সেখানে কাজ করছেন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মচারীরা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষও খোলা। তবে দফতর সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী প্রমুখ অফিস করছেন। বেলা একটু বেশি হলেও অন্য মন্ত্রীরাও অফিসে আসবেন। রাজধানীর আসনগুলো ছাড়া অধিকাংশ মন্ত্রীই নিজ নির্বাচনি এলাকায় রয়েছেন বলে জানা গেছে। আগামী নির্বাচনের আগে এটিই শেষ কোরবানি। সে কারণেই এবারের কোরবানির ঈদে কেউ ঢাকায় অবস্থান করেননি। খোঁজ নিয়ে জানা গেছে, সকালেই অনেকে নিজ নিজ এলাকা থেকে ঢাকার পথে রওনা করেছেন।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই সময়ে জরুরি সেবা ছাড়া প্রায় সব মন্ত্রণালয় বন্ধ ছিল। ছুটি শেষে অফিস খুলেছে। তবে প্রায় প্রতিটি দফতরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ছিল কম। প্রথম দিন যারা মন্ত্রণালয়ে ডিউটি করছেন, তারাও অনেকটা আরাম-আয়েশে গল্প করেই সময় পার করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী মনির হোসেন বলেন, কোরবানি ঈদে তো নিজ বাড়িতে কাজকর্ম বেশি থাকে। তাই সেসব কাজ শেষ করে কর্মস্থলে ফিরতে সময় লাগে। অফিস খোলার পর আজ প্রথম দিন, দেরিতে হলেও সবাই চলে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর