রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

শুরুতে মিরপুরে থাকলে হার্ট অ্যাটাক করতেন পাপন

ভয়েসবাংলা প্রতিবেদক / ১১৩ বার
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

সকাল সকাল মিরপুরের ২২ গজে ভুতুড়ে শুরু করেছিল বাংলাদেশ। ৬.৫ ওভারে ২৪ রান তুলতেই নেই ৫ উইকেট। বাংলাদেশের ওই বাজে শুরু মাঠে বসে দেখলে হার্ট অ্যাটাক করতেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন!

আজ (সোমবার) ঢাকা টেস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম দিনের খেলা দেখেছেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার সঙ্গে ছিলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। দিনের খেলা শেষে পাপন বলেছেন, ৫ উইকেট পড়ার সময় আমি ছিলাম না। থাকলে হয়তো হার্ট অ্যাটাক করতাম। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম। উনি বললেন কী অবস্থা খেলার, আমি বললাম ‘আপা আমি এখনও দেখিনি, গিয়ে দেখতে চাই।

বাংলাদেশের ৫ উইকেট হারানোর পর মিরপুরে আসেন বিসিবি প্রধান। তিনি আসার পর আর কোনও উইকেট যায়নি স্বাগতিকদের। এরপর আইসিসি চেয়ারম্যানকে নিয়ে সিলেটে যান বিসিবি সভাপতি। আইসিসি প্রেসিডেন্টকে নিয়ে সেখানে স্কুল ক্রিকেট পরিদর্শন করেন। এরপর ঢাকায় ফিরে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।

বাংলাদেশ-শ্রীলঙ্কার ঢাকার টেস্টের প্রথম দিনের শুরুতে মাঠে ছিলেন না পাপন। তিনি ওই সময় সফররত আইসিসি চেয়ারম্যানের সঙ্গে কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সৌজন্য সফরে আসা আইসিসি চেয়ারম্যান এদিন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন খেলার। এমনকি লিটন ও মুশফিকের সেঞ্চুরির কথা প্রধানমন্ত্রীর বার্তাতেই জেনেছেন পাপন। পরে সংবাদমাধ্যমের কাছে যেটি ভাগাভাগি করেছেন বিসিবি সভাপতি, ‘আমি নিশ্চিত গ্রেগ (আইসিসি চেয়ারম্যান) চমকে গেছেন, একটা দেশের প্রধানমন্ত্রী ক্রিকেট এতটা ভালোবাসেন। এমনকি যখন আমরা হেলিকপ্টারে ছিলাম, লিটন যে-ই মুহূর্তে সেঞ্চুরি করলো, প্রধানমন্ত্রী আমাকে মেসেজ পাঠিয়েছেন- লিটনকে অভিনন্দন। আমি তো দেখতে ভয় পাচ্ছিলাম। কারণ, আগেরবার লিটন অল্পের জন্য মিস করেছে। এরপর আপার দ্বিতীয় মেসেজ দেখলাম- মুশফিককে অভিনন্দন। এরপর অনেকে মেসেজ পাঠিয়েছেন।

২৪ রানে ৫ উইকেট হারানোর পর আর কোনও উইকেট যায়নি বাংলাদেশের। ২৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। তাদের দৃঢ়তায় খুব ভালোভাবে দিন শেষ করেছে স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর