বুধবার, ১৫ মে ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে তদবির করছে একটি দল

ভয়েস বাংলা প্রতিবেদক / ১৪ বার
আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য একটি দল টাকা খরচ করে তদবির করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য তদবির করা হচ্ছে। এ কাজে টাকা খরচ করছে একটি দল।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী আমাদের দেশের এক লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে। বর্তমান সরকারকে অপছন্দ করার কারণ থাকতে পারে, কিন্তু তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে ধ্বংস করছে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্ররিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সরকার জনগণের স্বার্থে কাজ করছে। তাই দেশের বিরুদ্ধে অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর