রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

লিমিট ক্রস করলেই অটো মামলা

ভয়েস বাংলা রিপোর্ট / ১২ বার
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

পদ্মা সেতুর উত্তর থানার সামনেই ৩৬০ ডিগ্রি ক্যামেরা বসানো হয়েছে। এবার স্পিড ৬০ থেকে ৮০ কিলোমিটার লিমিট ক্রস করলেই অটোমেটিক মামলা হয়ে যাবে। এখনো কাজ চলমান।

তবে কিছুদিনের মধ্যেই সেবাটি চালু হবে বলে আসা করা যায়। এই স্থান ছাড়াও আরও বেশকিছু স্থানে এই ক্যামেরা সেট করা হচ্ছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতেও এই ক্যামেরা বসানোর কাজ চলমান।

গত ২৫ জুন মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর