রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

র‌্যাব ডিজি পদক পেলেন ৮৫ জন, প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কুকুরও

ভয়েস বাংলা রিপোর্ট / ২২ বার
আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩

আভিযানিক কার্যক্রমে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হলো।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‌্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আজ সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র‌্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। সেখানে বাহিনীতে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৮৫ জন র‌্যাব সদস্যকে পদক পরিয়ে দেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। এবার সাহসিকতায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৩৫ জন। আর সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ র‌্যাব সদস্য। এর বাইরে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের কোনও কুকুরকে পদক দেওয়া হয়। 336636364_1405918056906500_3021198823131638668_n

পদকপ্রাপ্ত ডগ চিতা

গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদ্ধার কার্যক্রমে র‌্যাব সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়া পরিচালিত ডগ চিতা তিন ব্যক্তির মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এই কাজের স্বীকৃতিস্বরূপ চিতাকে র‌্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত করেছেন। বাংলাদেশে জন্ম নেওয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর।

আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উত্তরা কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে তাদের পদক পরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি শহীদ র‌্যাব সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বাহিনীর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর