রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ: সমর্থন উত্তর কোরিয়ার

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৪০ বার
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড অধিগ্রহণ নিয়ে অবস্থান স্পষ্ট করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জো চোল সু বলেছেন, মস্কোর এ সংক্রান্ত পদক্ষেপের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

মস্কোর বিরুদ্ধে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৎপরতার সমালোচনা করেন জো চোল সু। ওয়াশিংটন ও তার মিত্রদের বিরুদ্ধে গ্যাংস্টারের মতো আচরণ করারও অভিযোগ করেন তিনি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলের রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ বৈধ। জাতিসংঘের সনদ অনুযায়ী, জনগণের সমতার নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। জো চোল সু বলেন, যুক্তরাষ্ট্র স্বাধীন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অপব্যবহার’ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর