রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় ভেটো দেবে হাঙ্গেরি

ভয়েস বাংলা রিপোর্ট / ২৮ বার
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

মস্কোর পারমাণবিক শক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের যেকোনও নিষেধাজ্ঞায় ভেটো দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর অরবান। শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় রেডিওকে তিনি এ কথা জানান।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটামকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রতি জোরালো আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী অরবান এক সাক্ষাৎকারে বলেন, পারমাণবিক শক্তির ওপর নিষেধাজ্ঞাগুলোতে স্পষ্টভাবে ভেটো দেওয়া উচিত। নিষেধাজ্ঞার মধ্যে পারমাণবিক শক্তি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবো না।

২০২২ সালের আগস্টে মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরিতে নতুন দুটি পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা দেয় রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার এই চুক্তি সই হয় ২০১৪ সালে। এর লক্ষ্য বর্তমান পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ। ইউক্রেনে আগ্রাসন শুরুর জেরে রাশিয়ার নানা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ। সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর