রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৫ বার
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার (১১ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১৯ সেপ্টেম্বর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে তাঁর অভিষেক ঘটে। কয়েক মাস আগেই রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল। আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে সেইন্ট জর্জ চ্যাপেলে রানিকে সমাহিত করা হবে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার চলে যায় তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস ফিলিপ আর্থার জর্জের কাছে। এখন থেকে তাঁকে রাজা তৃতীয় চার্লস হিসেবে ডাকা হবে। সিংহাসনে আরোহণের পর অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪টি রাষ্ট্রের প্রধান হবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর