রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

রানির কফিনের সামনে থেকে একজন আটক

ভয়েসবাংলা প্রতিবেদক / ৩৬ বার
আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার হলে রানির প্রতি শেষশ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের দীর্ঘ সারি। এদের একজন রানির কফিনের কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আটক করেছে পুলিশ। পাবলিক অর্ডার আইনে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিয়ম ভেঙে ওই ব্যক্তি রানির কফিনে স্পর্শ করে। তার আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির শেষ শ্রদ্ধার সরাসরি সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অভিযুক্ত ব্যক্তি কফিনের কাছে পৌঁছে যান এবং রানির মরদেহ সম্বলিত কফিনটি স্পর্শ করেন।

পার্লামেন্টের একজন মুখপাত্র বলেন, ওয়েস্টমিনস্টার হলের ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। তাকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানানো সাময়িক সময়ের জন্য ব্যাঘাত ঘটলেও পরিস্থিতি এখন স্বাভাবিক।

বিবিসি জানিয়েছে, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন শেষকৃত্যের আগ পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর