শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

রমজানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়: তথ্যমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ১৭ বার
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি রমজানেই আমাদের কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এবারও সেই তৎপরতা ছিল। কিন্তু সরকারের নানামুখী তৎপরতার কারণে কোনও কোনও পণ্যের দাম কমেছে।

সোমবার (১০ এপ্রিল) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, মুরগিতে যেমন দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি কমেছে। এতে প্রমাণিত হয়— যদি আমরা ভোক্তা অধিকারকে আরও  শক্তিশালী করতে পারি, তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে পারি, তাহলে পণ্যের দাম যখন-তখন অহেতুক বাড়ার কোনও সুযোগ নেই। শুধু ভোক্তা অধিকারই না, এফবিসিসিআইও সোচ্চার হয়েছে।

মন্ত্রী বলেন, ইউরোপের বিভিন্ন জায়গায় পণ্যের সংকট আছে। কোনও কোনও বিপণী বিতানে এক লিটারের বেশি ভোজ্যতেল কিনতে দেওয়া হয়নি। ছয়টি কিংবা ১২টির বেশি ডিম কিনতে দেওয়া হয়নি। যে কারণে দেখা গেছে, কেনার জন্য একই পরিবারের পাঁচ জন মার্কেটে গেছেন। সেখানে পণ্যের সংকট আছে, যেটি আমাদের দেশে নেই। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে যদি পত্রপত্রিকায় রিপোর্ট হয়, তাহলে সেটি সরকারের জন্য সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর