রবিবার, ১৯ মে ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

রবিবার পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

ভয়েসবাংলা প্রতিবেদক / ২৬৪ বার
আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

আগামী রবিবার (২ জানুয়ারি) পর্যন্ত বিনা জরিমানায় আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ২ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বিজ্ঞপ্তিতে জরিমানা পরিহারের লক্ষ্যে করদাতাদের ২ জানুয়ারির মধ্যে ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ হিসাবে চলতি করবর্ষে ৭০ লাখ টিআইএনধারীর মধ্যে ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন ২১ লাখ ২৮ হাজার জন।  গত ২০২০-২১ করবর্ষে রিটার্ন জমা পড়েছিল ২৪ লাখ ৩০ হাজার। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। তবে গতবারের মতো এবারও রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। বর্ধিত সময় পর্যন্ত এনবিআরের সর্বশেষ হিসাবে (২৩ ডিসেম্বর পর্যন্ত) রিটার্ন জমা দিয়েছেন ২১ লাখ ২৮ হাজার ৬৯৬ জন করদাতা। আলোচ্য রাজস্ব সময়ে আদায় হয়েছে ২ হাজার ৮৭৪ কোটি টাকা। গত ২০২০-২১ করবর্ষে রিটার্ন জমা দিয়েছিলেন ২৪ লাখ ৩০ হাজার ৬৪৫ করদাতা। অর্থাৎ এখন পর্যন্ত চলতি ২০২১-২২ করবর্ষে জমা কম ৩ লাখ ১ হাজার ৯৪৯ রিটার্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর