রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

রওশন এরশাদের রাজনৈতিক সচিব হলেন গোলাম মসীহ্

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৭ বার
আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।সোমবার (১১ এপ্রিল) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এম মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

গোলাম মসিহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁর বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। গোলাম মসীহ্ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে (অনার্স, ৪র্থ ব্যাচ) স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন। তিনি ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গোলাম মসীহ্ জুলাই ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর