রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আবার ‘বাংলাদেশ কনসার্ট’

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হবে। শুক্রবার (৬ মে) এই কনসার্টে বাংলাদেশের ব্যান্ড ‘চিরকুট’ ও জার্মানির ‘স্করপিয়ন’ গান পরিবেশন করবে। বাংলাদেশের সরকারি বা বেসরকারি উদ্যোগে এই প্রথমবারের মতো ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষে বুধবার (৪ মে) নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। কসনার্টের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘লেট দি মিউজিক সে’ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতও এই কনসার্ট আয়োজনে সহায়তা করেছে।তিনি জানান, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলাদেশ টেলিভিশন। অফিশিয়ালি বিটিভির বাইরে কোনও প্রতিষ্ঠানকে আর মিডিয়া পার্টনার করা হয়নি।

স্বাধীনতা যুদ্ধের সময়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক শক্তির পাশাপাশি আরেকটি শক্তি কাজে লেগেছিল এবং সেটি হচ্ছে সাংস্কৃতিক শক্তি। ১৯৭১ সালে পন্ডিত রবিশংকর তার বন্ধু বিটলসের জর্জ হ্যারিসনকে অনুরোধ করেছিলেন বাংলাদেশের শরনার্থীদের জন্য একটি কনসার্ট আয়োজন করার জন্য এবং সেটি ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ওই সময়ের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার জন্য কাজ করেছিল এবং উপার্জিত সব অর্থ তারা বাংলাদেশের কল্যাণে পাঠিয়েছিলেন।

এই কনসার্ট করার জন্য আমরা যখন প্রথম প্রস্তাবটি দেই তখন একটি ছোট কমিটি গঠন করা হয়। এই কনসার্টের নামটি নিয়ে বিভিন্ন প্রস্তাব আসে এবং প্রথমে আমরা ডিজিটাল বাংলাদেশ কনসার্ট করতে চেয়েছিলাম। ওই সময়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের সব অর্জন বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি নিজেই নামকরন করেন গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। তিনি বলেন, আমরা এই অনুষ্ঠানটি ডিসেম্বরে করতে চেয়েছিলাম কিন্তু ওই সময়ে নিউ ইয়র্কে করোনা পরিস্থিতি খুব অবনতি হয়। পরে আমরা ১৯ মার্চে করতে চাই, কারণ ২৬ মার্চ ছিল সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান। কিন্তু তখনও করোনাসহ বিভিন্ন জটিলতার কারণে ৬ মে এটি পুনর্নির্ধারিত হয়।

কনসার্ট আয়োজনে এখনও কিছুটা অনিশ্চিয়তা আছে জানিয়ে তিনি বলেন, ‘এখনও কয়েকটি বিষয় নিষ্পন্ন না হলে কনসার্টটি পিছিয়ে যেতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং এমনকি আমার জানা মতে বেসরকারি খাতের কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠান করেনি। এ কারণে আমাদের অভিজ্ঞতার কিছুটা ঘাটতি ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর