রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

মোখা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

ভয়েস বাংলা রিপোর্ট / ১৩ বার
আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘূর্ণিঝড় মোখা পরিস্থিতি মনিটরিং করছেন এবং সব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় সাংগঠনিক নেতাদের করণীয় সম্পর্কে অবহিত করা হয়েছে।

রবিবার (১৪ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় দলীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে মানুষকে আগে ভাগে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্চর্য দ্রুততার সঙ্গে মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

এর আগে রবিবার সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, কক্সবাজার সাগর পাড়ে যারা মোখা দেখার উৎসব করছেন তাদের ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর