রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

মেয়র আইভীর ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী তাজুল ইসলাম

ভয়েসবাংলা প্রতিবেদক / ২১২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভূয়সী প্রশংসা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ ব্যবসা, শিল্প, সাহিত্য সব ক্ষেত্রে অত্যন্ত উর্বর ভূমি। আইভীর মধ্যে অনেক মেধা, বুদ্ধি সততা রয়েছে। একটা মানুষ যখন বুঝবে, আমি যদি পাঁচ হাজার টাকা দিলে পাঁচ লাখ টাকার সার্ভিস পাই, তখন তারা দিতে না করবেন না। আমি বিশ্বাস করি, আইভীর নেতৃত্বে নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নগরভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ দেশটাকে ভালো জায়গায় নিয়ে যেতে না পারার কোনও কারণ নেই, এটা বঙ্গবন্ধু বুঝতেন। এখানে গরম, শীত কোনটাই তীব্র নয় এবং এখানকার মাটি উর্বর। তিনি ন্যায্য অধিকারের জন্য সংগ্রাম করেছেন এবং স্বাধীনতা আনলেন। তখন তিনি বলেছিলেন, আমার মাটি আছে মানুষ আছে আমি সোনার বাংলাদেশ করতে পারবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পৌরসভার বেতন পৌরসভা দেবে, সরকার দেবে না। তখন পাঁচ মেয়র বিদেশে যেতে চেয়ে ফাইল দিলো। ওই সময় জানতে চাইলাম, কর্মীদের বেতন দেয়া হয়েছে কি-না। জানতে পারলাম, এক পৌরসভায় দেওয়া হয়েছে। তখন শুধু ওই এক মেয়রকেই আমি অনুমতি দিয়েছি। এতে সবার কাছে মেসেজ গেছে। আজ সব পৌরসভা নিজেদের বেতন নিজেরা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর