রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

মুক্তির লড়াই আবার শুরু হলো আজ: ইমরান খান

ভয়েসবাংলা প্রতিবেদক / ১৮৮ বার
আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

অনাস্থা ভোটে হারের একদিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, শাসক পরিবর্তনে একটি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তির লড়াই আজ আবার শুরু হয়েছে। সোমবার টুইটারে তিনি এ কথা বলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

টুইটারে পিটিআই চেয়ারম্যান ইমরান লিখেছেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। কিন্তু শাসক পরিবর্তনে একটি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তির লড়াই আবার আজ শুরু হলো। ইমরান খান আরও লিখেছেন, দেশের মানুষ সবসময় নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করেছেন। বিদেশি ষড়যন্ত্রের’ অভিযোগে দেশব্যাপী পিটিআইর বিক্ষোভ পালনের ঘোষণার পর ইমরান টুইটারে এসব কথা বলেছেন। শনিবার দিবাগত রাতে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর