রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

মিয়ানমারের আপত্তি নিয়ে আইসিজে’র সিদ্ধান্ত আগামী শুক্রবার

ভয়েসবাংলা প্রতিবেদক / ৫৩ বার
আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে ২০১৯ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া। এই মামলা করার অধিকার নিয়ে আপত্তি উত্থাপন করে মিয়ানমার। মিয়ানমারের আপত্তি সংক্রান্ত বিষয়ে আগামী শুক্রবার নেদারল্যান্ডে অবস্থিত আইসিজে তাদের সিদ্ধান্ত প্রদান করবে।

এ বিষয়ে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, এ বছর দুপক্ষের মধ্যে মিয়ানমারের আপত্তি নিয়ে শুনানি হয়েছে। কোর্ট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনেছেন। তিনি বলেন, আমরা আশা করি সব যুক্তিতর্ক বিবেচনা করে কোর্ট মিয়ানমারের আপত্তি খারিজ করবেন। মূল মামলার শুনানি শুরুর অনুমতি দেবেন।

উল্লেখ্য মিয়ানমারের আপত্তি নিয়ে শুনানিতে ওইদেশের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (বিদেশ থেকে পরিচালিত) কোর্টের এখতিয়ার মেনে নিয়েছে। মামলা চলমান থাকার পক্ষে অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর