বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না : তথ্যমন্ত্রী

রিপোর্টার / ১৫০ বার
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দুর্গত মানুষের পাশে দাঁড়ায় না, তারা মৃত্যু-দুর্যোগ ও দুর্বিপাকে উপহাস করে। মির্জা ফখরুল ইসলামের বাড়ি আর আউলিয়াঘাট একঘণ্টার পথ, কিন্তু তিনি আসেননি। অথচ ঢাকায় বসে নানা রকম কথা বলেন।

রবিবার (২ অক্টোবর) বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে করতোয়া নদীতে নৌকাডুবিতে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভায় সুকুমার রায় চৌধুরী, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা ও মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামিম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে মানুষের শোক মুছে দেওয়া যায় না, আমরা অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছি, তাদের শোকে শামিল হয়েছি। এটা আওয়ামী লীগের আর্দশ। আওয়ামী লীগ এমন একটি দল, যারা সবসময় মানুষের পাশে থাকে। আমাদের দল, কর্মী এবং মানুষের টাকা দিয়ে চলে। দলের পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে ৫০ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছি।

মন্ত্রী বলেন, নৌকাডুবির পর আমাদের নেতারা এসেছেন। নদীতে ঝাঁপিয়ে পড়েছেন। বিএনপির নেতারা কি ঝাঁপিয়ে পড়েছিল? কিন্তু ভোট এলে বিএনপি আসবে। তারা যখন আসবে তখন তাদের বলবেন, এতদিন কোথায় ছিলেন? অতিথি পাখির মতো এসেছেন সাইবেরিয়া ও হিমালয় থেকে, সেখানেই তাদের চলে যেতে বলবেন।

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লীগ সরকার মাটি ও মানুষের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কখনও দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেনি। এই সরকারের কাছে কোনও কিছু চাইতে হয় না। মানুষের প্রয়োজনে সরকার সব পরিকল্পনা গ্রহণ করে। আশা করছি আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করতোয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। ইতোমধ্যে ব্রিজ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর