রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল

রিপোর্টার / ১৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আগামী ১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই মাঠ পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার দুপুরে মিরপুরে হাজির হয়েছিল নিউজিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল। তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সকল ব্যবস্থা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেছেন।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামে আসেন তারা। এর পর স্টেডিয়ামের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণের পাশাপাশি কোভিড প্রটোকল, নিরাপত্তাব্যবস্থা, অনুশীলন সুবিধা সম্পর্কেও তারা ধারণা নিয়েছেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির মেডিকেল বিভাগ ও নিরাপত্তা বিভাগের ২ সদস্য।

নিউজিল্যান্ড দল ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখলেও প্রতিনিধি দলের তিন সদস্য ঢাকায় পা রাখেন ১৭ আগস্ট। তিনদিনের কোয়ারেন্টিন শেষে প্রতিনিধি দলের পর্যবেক্ষণে আসার কথা ছিল। কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় ছিল না বলেই এতদিন পর তারা পর্যবেক্ষণে এসেছেন।

কিউই পর্যবেক্ষক দলে আছেন- টিম ম্যাজেনার মাইক স্যান্ডল, কোভিড কর্মকর্তা অ্যান্ড্রু লাভ ও সিকিউরিটি ম্যানেজার টেরি মিনিশ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর