রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ঝুলন্ত পার্লামেন্ট

ভয়েস বাংলা রিপোর্ট / ৩১ বার
আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

সরকার গঠনের জন্য এখন জোটগুলোকে অন্য দলের সমর্থন জোগাড় করতে হবে। তবে আনোয়ার ইব্রাহিম ও মুহিউদ্দিন ইয়াসিন দুজনই দাবি করেন সরকার গঠন করার মতো যথেষ্ট সমর্থন তাঁদের জোটের পক্ষে আছে। তবে কোন কোন দল তাঁদের জোটে যোগ দিচ্ছে, তা স্পষ্ট করে বলেননি তাঁরা। আজ জোট গঠন নিয়ে আলোচনা চলছে।

এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ গতকালের নির্বাচনে নিজের আসনে হেরে গেছেন। এ পরাজয়কে তাঁর সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে।

গত কয়েক বছরের মধ্যে তিনজন প্রধানমন্ত্রী পেয়েছে মালয়েশিয়া। সম্প্রতি দেশটিতে ‘স্থিতিশীলতা’ ফেরানোর চেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আগাম নির্বাচনের ডাক দেন। সাবরি ইয়াকুব ও মুহিউদ্দিনের জোট ক্ষমতাসীন জোট সরকারেরই অংশ। কিন্তু নির্বাচনে তাঁরা আলাদাভাবে লড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর