রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

‘মার্চ থেকে ১৫ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবার চাল পাবে’

ভয়েস বাংলা রিপোর্ট / ২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

১৫ টাকা কেজি দরে আগামী পহেলা মার্চ থেকে ৫০ লাখ পরিবার প্রতি মাসে ১ বার ৩০ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, রমজান মাসে চালের জন্য কেউ কষ্ট পাবে না। পাশাপাশি বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে। আগামী মার্চ থেকে ৫০ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল পাবে। মার্চ, এপ্রিল ও মে মাস চলবে খাদ্যবান্ধব এই কর্মসূচি। আর ওএমএসে ২৪ টাকা কেজি দরে আটা এবং ৩০ টাকা কেজিতে চাল পাবে ১ কোটি পরিবার।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে প্রচুর চালের মজুত আছে। ১৫ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ২০ লাখ ৩৩ হাজার টন সরকারি খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়া পৌরসভা ও জেলা-উপজেলায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চলছে। এ বছর প্রায় দুই হাজার ৫০০ ডিলারের মাধ্যমে চাল ও আটা বিতরণ চলছে। চাল কেনার লক্ষ্যমাত্রা জানিয়ে তিনি বলেন বলেন, এখন পর্যন্ত তিন লাখ ৭৪ হাজার ৩০ টন চাল সংগ্রহ করা হয়েছে। চার লাখ ৬২ হাজার ৪৭৩ টন চাল কেনার জন্য মিলারদের সঙ্গে চুক্তি হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে চুক্তি অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর