রবিবার, ০২ জুন ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

মারপিট করে বৃদ্ধ বাবাকে শিকলে বেঁধে রাখলো ছেলে

রিপোর্টার / ১২৩ বার
আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

সুনামগঞ্জের ছাতকে ৭৫ বছরের বৃদ্ধ বাবাকে পাষণ্ড সন্তান মারপিট করে গুরুতর জখম করেন। এসময় অজ্ঞান হয়ে গেলে বাবাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২)।

হাত থেকে বৃদ্ধ পিতাকে উদ্ধার করেছেন ইউপি চেয়ারম্যান। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মমশ্বর আলীকে (৭৫) তার ছেলে মারপিট করেন।

তারপর ঘরের বারান্দায় জন্মদাতা পিতাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন তিনি।

রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমশ্বর আলীকে উদ্ধার করেন তিনি। স্থানীয়দের সহায়তায় ছেলে সুহেল মিয়াকেও দ্রুত আটক করা হয়।

চেয়ারম্যান বিল্লাল আহমদ বিষয়টি নিয়ে গ্রামের মুরব্বি ও উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করে ছেলের হাতে বাবা লাঞ্চিত হওয়ার ঘটনায় ছেলে সুহেল মিয়াকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর