রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

মন্ত্রিসভায় রদবদল করলেন মমতা

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭০ বার
আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

মন্ত্রিসভায় রদবদল ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের গুরুত্ব বাড়লো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। পরিবর্তিত মন্ত্রিসভায় পুর ও নগরোন্নায়ন দফতরের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ। কলকাতার মেয়র হওয়ার আগে ১০ বছর এই দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে এই দায়িত্ব চলে যায় চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। এবার নতুন করে তা ফিরে পেলেন ফিরহাদ। এর সঙ্গে আগের মতোই আবাসন ও পরিবহণ দফতরের কাজও সামলাবেন তিনি।

মুখ্যমন্ত্রীর তরফে নয়া তালিকা রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। টুইটারে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর নিশ্চিত করেছেন রাজ্যপাল। অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি এই দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকেই কার্যত স্পষ্ট যে যারা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তাদেরই গুরুত্ব বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর