রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

মধ্যম আয়ের দেশ হতে ইইউ’র সহযোগিতা চাই: আইনমন্ত্রী

ভয়েসবাংলা প্রতিবেদক / ৭৪ বার
আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে মসৃণ উত্তরণের পদযাত্রায় ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা চায় বাংলাদেশ। বৈশ্বিক সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলাদেশকে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়নের শুল্কমুক্ত বাজার সুবিধা। সোমবার (৯ মে) রাতে স্থানীয় একটি হোটেলে ‘ইউরোপ ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ইউরোপ ডে এবছর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউরোপিয়ান ইউনিয়নের দোরগোড়ায় যুদ্ধ হচ্ছে। তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমান্বয়ে রূপান্তর ঘটছে। প্রথাগত সহযোগিতার পাশাপাশি এখন আমরা বিভিন্ন বিষয় যেমন- জলবায়ু পরিবর্তন, সার্কুলার অর্থনীতি, কানেক্টিভিটি, সুনীল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কাজ হচ্ছে। ইন্দো-প্যাসিফিক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের ফলে সারা বিশ্ব এখন হুমকির মুখে। এই হুমকির মোকাবিলা সবাইকে একসঙ্গে করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর