রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে যেতে পারবেন না কেউ

রিপোর্টার / ১২৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

আগামী ১১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস আদালত, দোকানপাট ও সীমিত পরিসরে গণপরিবহন খুলে দেওয়া হচ্ছে। এর আগেই কর্মজীবী প্রতিটা মানুষকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়ে নিতে হবে, ভ্যাকসিন ছাড়া আর কেউ কর্মস্থলে যেতে পারবেন না।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় নির্ধারণে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব তথ্য জানান। সচিবালয়ে ওই বৈঠকের সভাপতিত্বও করেন তিনি।

মন্ত্রী জানান, ৭ আগস্ট থেকে সারাদেশের ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৭ থেকে ১০ আগস্ট, তিনদিনের মধ্যে ১ কোটি কর্মজীবী মানুষ টিকা পাবেন। কোনও শ্রমজীবী মানুষ টিকা গ্রহণ না করে কর্মস্থলে যেতে পারবেন না, দোকানদার দোকান খুলতে পারবে না, চালক গাড়ি চালাতে পারবে না।

মন্ত্রী বলেন, টিকা প্রদানের ক্ষেত্রে পঞ্চাশোর্ধ্ব দোকানদার, গণপরিবহনের চালক, সহকারী ও কন্ট্রাক্টর অগ্রাধিকার পাবেন।

ভ্যাকসিন না নিয়ে কেউ আর কর্মস্থলে আসতে পারবে না উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, এখন ওয়েবসাইটে ভ্যাকসিনের তথ্য আছে, কেউ মিথ্যে তথ্য দিতে পারবে না।

তিনি বলেন, ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর